| 12 November, 2025
জয়ের শতকে চালকের আসনে বাংলাদেশ
২৪ ওভারে বিনা উইকেটে ১০৯ রান নিয়ে আজ দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। ৮০ রান করা ওপেনার সাদমানের উইকেট হারালেও টাইগাররা ধরে রেখেছে নিজেদের অবস্থান। আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় তুলে নিয়েছেন সেঞ্চুরি।
দেশের মাটিতে এটিই জয়ের প্রথম সেঞ্চুরি। আয়ারল্যান্ড সিরিজের এই টেস্ট ম্যাচের ইনিংসটি তাই তার ক্যারিয়ারে স্মরণীয় একটি দিন হয়ে থাকবে এমনটা বলাই যায়। এর আগে ২০২২ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার ডারবানে টেস্টে নিজের চতুর্থ ইনিংসে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছিলেন এই ওপেনার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬৩ ওভারে এক উইকেট হারিয়ে ২৩১ রান।

